পূর্বাচলে রেস্টুরেন্টের নামে চলছে পতিতা ব্যাবসা

পূর্বাচলে রেস্টুরেন্টের নামে চলছে পতিতা ব্যাবসা

195780767 211813294097105 4116320978671311212 N

ঢাকার পূর্ব দিক হলো নারায়ণগঞ্জ, আর নারায়ণগঞ্জ এর প্রাণ কেন্দ্র হলো এখন পূর্বাচল,ঢাকার মানুষ যান যট থেকে একটু খোলামেলা পরিবেশে ঘুরতে চলে আসে পূর্বাচলে,তাদের কে উদ্দেশ্যে করে পূর্বাচলের ৩০ টা সেক্টর এর মধ্যে প্রায় সব গুলোতে বিভিন্ন পার্ক,রেস্টুরেন্ট গড়ে উঠেছে, এর মধ্যে কিছু রেস্টুরেন্ট মালিক অসৎ ভাবে রেস্টুরেন্ট এর নামে গড়ে তুলেছে পতিতালয়,রাতভর চলে জুয়ার আসর,ডিজে পার্টি,সুইমিং পুল গুলোতে চলে নষ্টামি, আর এই সকল বিষয়ে প্রমাণ আসে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানা পুলিশের কাছে,তার ই সূত্র ধরে রুপগঞ্জ থানার সদ্য নিয়োগ প্রাপ্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এএফএম সায়েদ সাহেব গত কাল রাতে কয়েকটি রেস্টুরেন্টে সাহসী অভিযান পরিচালনা করেন,তার মধ্যে একটি রেস্টুরেন্ট থেকে নৃত্যশিল্পী পরিচয়ে ১১ জন পতিতা সহ মোট ২৪ জনকে গ্রেফতার করা হয়,তাদের কাছ থেকে বিপুল পরিমাণ নেসা দ্রব্য মদ বিয়ার সহ ৩ লাখ এর মতো টাকা জব্দ করা হয়।এতে করে ঐ এলাকার মানুষের মধ্যে সস্তি ফিরে আসে এবং এলাকার মানুষ পুলিশকে ধন্যবাদ জানায়,এবং এলাকার মানুষ জোর দাবি জানায় ভবিষ্যতে যাতে এই রকম না হয় তার জন্য যেন পুলিশ নজরদারি বৃদ্ধি করে,এবং পুলিশ প্রশাসন এলাকার মানুষকে আসস্ত করে তারা এলাকায় টহল বৃদ্ধি করবে এবং এই সকল খারাপ এবং অনৈতিক কাজে সব সময় জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে।
রাশিদুল ইসলাম
নারায়ণগঞ্জ প্রতিনিধি
আইডি নং -৯৬৮

Please Share This Post in Your Social Media

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY Rayhan