তিতাসের এসফা’র ৯ম প্রতিষ্ঠা বার্ষিকীর মিলন মেলা ও কমিটি গঠন

তিতাসের এসফা’র ৯ম প্রতিষ্ঠা বার্ষিকীর মিলন মেলা ও কমিটি গঠন

194215944 820697845543287 2844143577238669566 N

মোঃআলমগীর হোসেন,তাতাস কুমিল্লা।
কুমিল্লার তিতাস উপজেলার সর্ববৃহৎ সেচ্ছাসেবী সংগঠন সোশ্যাল ফেন্ডস এসোসিয়েশন (এসফা)’র ৯ম প্রতিষ্ঠা বাষির্কী উদযাপন উপলক্ষে মিলন মেলা ও নতুন কমিটি গঠন করা হয়েছে। আজ মঙ্গলবার দুপরে উপজেলা সোশ্যাল ফেন্ডস এসোসিয়েশন (এসফা)’র উদ্যোগে বাতাকান্দির কেশবপুর নামকস্থানে বিসমিল্লাহ কমিউনিটি সেন্টারে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি নাজিরুল ইসলাম মামুনের সভাপতিত্বে এসময় অন্যন্যদেও মধ্যে উপস্থিত ছিলেন,সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদ রানা,সাধারণ সম্পাদক ইকরাম সরকার,সাংগঠনিক সম্পাদক অলি ভূঁইয়া,দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম,প্রচার সম্পাদক শরিফ উদ্দিন, আপনজন সংগঠনের সভাপতি মনিরা আক্তার,আলোর বহন সংগঠনের সভাপতি সিরাজুল ইসলাম (সুন্ড),সাংগঠনিক সম্পাদক আল-আমিন, এসফা’র সাবেকসহ- সভাপতি রকিব উদ্দিন প্রমূখ। অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে সোশ্যাল ফেন্ডস এসোসিয়েশন(এসফা)’র পুনরায় ইঞ্জিনিয়ার মাসুদ রানাকে সভাপতি ও ইকরাম সরকারকে সাধারণ সম্পাদক এবং অলি ভূঁইয়াকে সাংগঠনিক সম্পাদক করে ৭৬ সদস্য বিশিষ্ট নতুন কমিটি করে ৩ বছরের মেয়াদে ঘোষনা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY Rayhan