ভোলায় গাঁজাসহ মাদক কারবারি আটক

ভোলায় গাঁজাসহ মাদক কারবারি আটক

187666148 2996903587200399 155616875998982988 N

আখতারুজ্জামান জাবেদ ভোলা প্রতিনিধি  ০২-০৬-২০২১ খ্রিঃ তারিখ ১৯.২০ ঘটিকায় এস আই (নিঃ) মোঃ আসাদুজ্জামান খান ও সংগীয় অফিসার ফোর্স, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ভোলা মাদক অভিযান পরিচালনা করিয়া ভোলা সদর মডেল থানাধীন বাপ্তা ইউনিয়ন ৫নং ওয়ার্ড হইতে মাদক ব্যবসায়ী ১৷ মোঃ শহিদ বেপারী (৪০), পিতা- কান্চন বেপারী, সাং- বাপ্তা সুন্দর খালি ০৫নং ওয়ার্ড, থানা ও জেলাঃ ভোলাকে অবৈধ মাদকদ্রব্য ২৫ (পচিশ) গ্রাম গাঁজা সহ গ্রেফতার করেন। আসামীর বিরুদ্ধে পূর্বের ০৬ (ছয়) টি মাদক মামলাসহ অন্যান্য মামলা আছে। মাদক মামলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY Rayhan