বিআরডিবি, সুন্দরগঞ্জে গাইবান্ধা প্রকল্পের ১৫ আইজিএ ভিত্তিক ট্রেনিং কোর্স শুরু

বিআরডিবি, সুন্দরগঞ্জে গাইবান্ধা প্রকল্পের ১৫ আইজিএ ভিত্তিক ট্রেনিং কোর্স শুরু

192983118 1876685052504942 1753853520917452359 N

গাইবান্ধা প্রতিনিধি(৯৭৮),
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, সুন্দরগঞ্জ কর্তৃক বাস্তবায়নাধীন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর প্রতিশ্রুত গাইবান্ধা সমন্বিত পল্লী দারিদ্র্য দূরীকরণ প্রকল্পের আওতায় গঠিত পল্লী উন্নয়ন সমিতির সদস্যদের ১৫ দিন ব্যাপি আইজিএ ভিত্তিক ট্রেনিং গত ৩১/০৫/২০২১ খ্রি. হতে বিআরডিবি হল রুমে শুরু হয়েছে। ট্রেড সমূহ হল এমব্রয়ডারী ও গ্রামীণ ইলেকট্রেশিয়ান। এই ট্রেনিং কোর্সে বিভিন্ন সমিতির ৯০ জন সদস্য অংশগ্রহণ করেছেন। এই পনের দিনে তারা হাতে কলমে শিক্ষা নিয়ে তা তাদের বাস্তব জীবনে প্রতিফলন ঘটাবেন, দারিদ্র্য দূরীকরণ করবেন। এসময় উপজেলা পল্লী উন্নয়ন অফিসার, সহকারী পল্লী উন্নয়ন অফিসার সহ অফিসের অন্যান্য কর্মকর্তা/ কর্মচারীরা উপস্থিত ছিলেন। উপজেলায় ৬৫ টি পল্লী উন্নয়ন সমিতির মোট ২২৬০ জন সদস্য কে এই প্রশিক্ষণ প্রদান করা হবে। ইতোমধ্যে ১৮৮০ জন সদস্যের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। জেলার সাতটি উপজেলায় এই প্রকল্পটি ২০১৮ হতে ডিসেম্বর, ২০২১ মেয়াদে বাস্তবায়ন হচ্ছে। ইতোমধ্যে এই প্রকল্পটি বিআরডিবির একটি সফল প্রকল্প হিসেবে ধরা হচ্ছে বলে জানান প্রকল্প পরিচালক জনাব আবদুস সবুর। তিনি আশা করছেন প্রকল্পটি শুধু গাইবান্ধা জেলায় নয় রংপুর বিভাগের অন্য জেলায় বিস্তার ঘটবে।

Please Share This Post in Your Social Media

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY Rayhan