পলাশবাড়ী ফায়ার সার্ভিস স্টেশন পরিদর্শনে আসছেন যুগ্ম সচিব হাবিবুর রহমান
- Update Time :
শনিবার, ২৯ মে, ২০২১
-
১১৫
Time View
গাইবান্ধা প্রতিনিধি(৯৭৮),
আজ শনিবার ২৯ মে গাইবান্ধার পলাশবাড়ী ফায়ার সার্ভিস স্টেশনটি পরিদর্শনে আসছেন যুগ্ম সচিব মো. হাবিবুর রহমান। তাঁর আগমনকে সামনে রেখে ফায়ার সার্ভিস স্টেশনটি ২৮ মে শুক্রবার সকাল থেকেই টুকটাক সংস্কার ও পরিষ্কার পরিচ্ছন্নের কাজ করা হয়।এসময় সংস্কার ও পরিষ্কার কার্যক্রম তদারকি করের গাইবান্ধা ফায়ার সার্ভিস স্টেশন উপ-পরিচালক এনামুল হক।
সরেজমিন গিয়ে দেখা যায়,ফায়ার ফায়ার সার্ভিস স্টেশনটি আকস্মিক সংস্কার ও পরিস্কার-পরিচ্ছন্নের বিষয়টি দেখে উৎসূক এলাকাবাসী ঐ স্থানে ভিড় জমায়।এসময় এলাকাবাসী প্রধানমন্ত্রী উদ্বোধনের পর দীর্ঘদিন পেরিয়ে গেলেও চালু না হওয়ায় হতাশা প্রকাশ করে দ্রুত স্টেশনটি চালুর জন্য মাননীয় প্রধানমন্ত্রীর জরুরি সু-দৃষ্টি কামনা করেন।
যুগ্ম সচিব হাবিবুর রহমানের পরিদর্শন বিষয়টি গাইবান্ধা ফায়ার স্টেশন উপ-পরিচালক এনামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
Please Share This Post in Your Social Media