হারানো মোবাইল ট‍্যাকিং এর মাধ্যমে উদ্ধারের জন্য প্রশাসনের সহযোগিতা কামনা

হারানো মোবাইল ট‍্যাকিং এর মাধ্যমে উদ্ধারের জন্য প্রশাসনের সহযোগিতা কামনা

Download

মো:আলতাফ হোসেন বাবু আইডি -৬৩২ রাজশাহী থেকে উপজেলা প্রতিনিধি গোদাগাড়ী, রাজশাহী।
রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের ০২ নং ওয়ার্ডের তপশহর নামক গ্রামের মৃত্যু আ: গফুরের বড় ছেলে জনাব আসাদুল হক ( ব্যাংকার ) এর গতকাল তারিখ ২২|০৫|২০২১ ইং সকালে শফিকুল ইসলাম ওরফে বেরু এর চায়ের দোকানে চা পান করে যাওয়ার সময় অথবা মোড়ের আশ পাশে পড়ে যায়।কিন্তু যে সমস্ত ব্যক্তি উপস্থিত ছিল নিউজ করার পূর্ব পর্যন্ত অনেককে অনুরোধ করেছেন কিন্তু এখন ও মোবাইলটি ভিডিও সংশ্লিষ্ট নং সিম যুক্ত পাওয়া যায় নি।উক্ত আসাদুল হক অনুরোধ করে বলেছেন মোবাইলটি কেউ পেয়ে থাকলে জমা দিলে তার গোপনীয়তা রক্ষা করা হবে এবং তিনি আরও জানান মোবাইলটি উদ্ধারের জন্য পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ ও সহযোগিতা কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY Rayhan