আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা (আসক) জোনাল অফিস কাঁকন হাট শাখার উদ্যোগে ঈদ পুনরমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত
- Update Time :
শনিবার, ২২ মে, ২০২১
-
২৭
Time View
উপজেলা প্রতিনিধি গোদাগাড়ী রাজশাহী। আইডি – ৬৩২
আজ ২২শে মে বেলা ১১টার সময় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ( আসক )কাঁকন হাট জোনাল অফিস কর্তৃক আয়োজিত কাঁকন হাট পৌরসভার প্যানেল মেয়র ও কমিশনার আল মামুনের সভাপতিত্বে ঈদ পূনরমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় আইন বিষয়ক ও জোনাল অফিস কাঁকন হাট শাখা (আসক) এর আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট আবুল কাশেম জজ কোর্ট রাজশাহী।বক্তব্য রাখেন নবাগত সভাপতি আল মামুন, বিশেষ অতিথি ও উপদেষ্টা জনাব কাফী ( বিশিষ্ট সমাজ সেবক ও আওয়ামী লীগ নেতা ), সহ সভাপতি জনাব আলম, এনামুলহক সহ অন্যান্য নেতৃবৃন্দ।অত্র জোনাল অফিরের সাধারণ সম্পাদক জনাব আমিনুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ মানসুরুর রহমানের পদত্যাগ দাবি অন্যথায় তাকে বহি:স্কার করা হইল মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়।জনাব আমিনুল ইসলাম তার বক্তব্যে বলেন মানসুরূর রহমানের বিভিন্ন অপকর্মের কথা আমরা ইতিমধ্যে জানতে পেরেছি এবং উক্ত বিষয়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়কে অবহিত করা হয়েছে।
Please Share This Post in Your Social Media