তিতাসে শিশুদের নিয়ে ফ্রেন্ডস ক্লাবের অন্য রকম ঈদ আয়োজন

তিতাসে শিশুদের নিয়ে ফ্রেন্ডস ক্লাবের অন্য রকম ঈদ আয়োজন

182346624 799287554350983 6765547325230799384 N

মোঃআলমগীর হোসেন,তিতাস কুমিল্লা
আইডি নাম্বার ঃ999
স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডস ক্লাবের পক্ষ থেকে শিশুদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঈদের পোশাক উপহার প্রদান কার্যক্রম চলছে।
৯ মে ১৯ জন শিশুর মাঝে তাদের পছন্দ অনুযায়ী ঈদের পোশাক কিনে দেওয়া হয়েছে।
ফ্রেন্ডস ক্লাব ভিটিকান্দি ইউনিয়ন শাখার উদ্যোগে ভিটিকান্দির বিভিন্ন গ্রামের অসহায় ও দুস্থ শিশুদের হাতে তুলে দেওয়া হয় এই ঈদের পোশাক।
তিতাসের আসমানিয়া বাজারে একত্রিত হওয়া সকল শিশুদের মনে যে আনন্দের ফোয়ারা দেখা গেছে তা যেন অমলিন থাক সব সময় সেই প্রত্যাশা ক্লাবের সকলের।
এ সময় উপস্থিত ছিলেন, ফ্রেন্ডস ক্লাবের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি সাংবাদিক হালিম সৈকত, তিতাস উপজেলা শাখার সভাপতি এহসানুল হক সেলিম সবুজ, সহ সাংগঠনিক মোঃ সবুজ আহমেদ, ভিটিকান্দি শাখার সভাপতি মাহবুব হাসান নিরব, সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান, দপ্তর সম্পাদক মোঃ সুমন, মোঃ ইব্রাহিম খলিল, মোঃ সজিব আহমেদ, মোঃ রাজিব আহমেদ, নারান্দিয়া ইউনিয়ন শাখার মোঃ মনির হোসেন প্রমূখ।

Please Share This Post in Your Social Media

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY Rayhan