দাউদকান্দিতে নাম প্রকাশে অনিচ্ছুক এক মানবিক ভাইয়ের ঈদ খাদ‍্যসামগ্রী উপহার

দাউদকান্দিতে নাম প্রকাশে অনিচ্ছুক এক মানবিক ভাইয়ের ঈদ খাদ‍্যসামগ্রী উপহার

182085047 798951741051231 7813190917089404478 N

মোঃআলমগীর হোসেন,কুমিল্লা
‘ ৮মে ২০২১ইং শনিবার দাউদকান্দি গৌরীপুর পশ্চিম বাজারে, নিরাপদ চিকিৎসা চাই’, কুমিল্লা জেলাকে ভালোবেসে নাম প্রকাশে অনিচ্ছুক এক মানবিক ভাই উপহার দিলেন, কিছু ঈদ খাদ্যসামগ্রী।
মানবিক ভাইয়ের দেওয়া উপহার আমরা আজ পৌঁছে দিলাম, দাউদকান্দি উপজেলার গৌরীপুর পশ্চিম বাজারের সুবিধাবঞ্চিত-অসহায় ২১টি পরিবারের মাঝে।
এসময় উপস্থিত ছিলেন, নিরাপদ চিকিৎসা চাই সংগঠন এর কুমিল্লা জেলার আহ্বায়ক কবি মো. আলী আশরাফ খান, সংগঠনের সম্মানিত সদস্য ও সাংবাদিক মোঃ হালিম সৈকত, মোঃ এখলাছুর রহমান মুন্সী, মোঃ আরিফুল ইসলাম রাসেল মুন্সী, সাংবাদিক মোঃ বিল্লাল মোল্লা, সাংবাদিক মোঃ আবুল কাশেম, মোঃ দেলোয়ার হোসেন মেম্বার ও স্বেচ্ছাসেবী মোঃ রিপন।
নিরাপদ চিকিৎসা চাই সংগঠনের আহ্বায়ক মোঃ আলী আশরাফ খান বলেন, আমরা নিরাপদ চিকিৎসা চাই সংগঠন জেলার পক্ষ থেকে, যিনি এই ত্রাণ সামগ্রী প্রদান করেছেন, তাঁর ও তাঁর মরহুমা মায়ের জন্য দোয়া করছি। মহান আল্লাহ তায়ালা তাঁদেরকে কবুল ও মঞ্জুর করুন-আমীন।
তথ্য ঃ আলী আশরাফ খান

Please Share This Post in Your Social Media

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY Rayhan