জাবেদ ভোলা প্রতিনিধি, জেলা গোয়েন্দা শাখা পলা সার্বিক তত্ত্বাবধানে অদ্য ০৮-০৫- ২০২১ তারিখ দুপুর ১৩:৩০ ঘটিকায় এস আই (নিঃ) মোঃ আসাদুজ্জামান খান ও সংগীয় অফিসার ফোর্স, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ভোলা মাদক অভিযান পরিচালনা করিয়া ভোলা সদর মডেল থানাধীন ভেদুরিয়া ইউপি পশ্চিম চরকালি ০৩নং ওয়ার্ড হইতে মাদক ব্যবসায়ী ১৷ মোঃ ফরহাদ রাঢ়ী(২১), পিতা- মোঃ নুর ইসলাম ও সহযোগী ২৷ তানভীর হাসান (২১), পিতা- মোঃ সিরাজ হাওলাদার, ৩৷ মোঃ আরিফ (২১), পিতা- মোঃ ইউসুফ মাঝি, সর্ব সাং- চরছিফলী ০২নং ওয়ার্ড, চরসামাইয়া ইউপি, থানা ও জেলাঃ ভোলাদেরকে অবৈধ মাদকদ্রব্য ১০০ (একশত) গ্রাম গাঁজা সহ গ্রেফতার করেন। মাদক মামলা হয়েছে।