পিসব এর সহযোগিতায় গাইবান্ধা সদর উপজেলার পিয়ারাপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে গবীর, অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ইফতার ও সেহরির উপহার সামগ্রী বিতরণ

পিসব এর সহযোগিতায় গাইবান্ধা সদর উপজেলার পিয়ারাপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে গবীর, অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ইফতার ও সেহরির উপহার সামগ্রী বিতরণ

182735570 1856426574530790 7763443127283220935 N

গাইবান্ধা প্রতিনিধি, সামিউল ইসলাম (৯৭৮)
পিপলস ইমপ্রুফমেন্ট সোসাইটি অব বাংলাদেশ (পিসব) এর সহযোগিতায় গাইবান্ধা সদর উপজেলার পিয়ারাপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে গবীর, অসহায় ও দুঃস্থ ১৫০ টি পরিবারের মাঝে ইফতার ও সেহরির উপহার সামগ্রী বিতরণ করা হয়। উপহার সামগ্রী হিসেবে চাল, ডাল, তেল, আলু, পিয়াজ, লবণ খেজুর, মুড়ি, দুধ ইত্যাদি। উপহার সামগ্রীগুলো মাওলানা সাদিকুর রহমান শাহীর তত্ত্বাবধানে বিতরণ করা হয়। উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব এড. আনিস মোস্তফা তোতন, পিপি, জজ কোর্ট, গাইবান্ধা, সামিউল ইসলাম, এআরডিও, সুন্দরগঞ্জ, গাইবান্ধা, এড. শামসুজ্জোহা শামীম, আওয়ামীলীগ নেতা আতোয়ার রহমান সহ এলাকা বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। পিসব এর উদ্যোগে দেশের ৩৫ টি জেলায় রমজানব্যাপি ১০,০০০ জন কে এই উপহার বিতরণ করা হবে। এই ১৫০ জন গত ১৬/০৪/২০২১ তারিখেও অনুরুপ উপহার পেয়েছিলেন।

Please Share This Post in Your Social Media

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY Rayhan