জনাব বেলাল উদ্দিন সোহেল কর্তৃক ত্রাণ বিতরণ

জনাব বেলাল উদ্দিন সোহেল কর্তৃক ত্রাণ বিতরণ

181499981 1358394734531754 8660748123445090871 N

মো: আলতাফ হোসেন বাবু আইডি নং – ৬৩২ উপজেলা প্রতিনিধি গোদাগাড়ী, রাজশাহী।
গতকাল ০৫ই জানুয়ারি পালপুর হাট উচ্চ বিদ্যালয় মাঠে গোদাগাড়ী উপজেলা যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক ও আগামী ইউ পি নির্বাচনে সাত নং দেওপাড়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জননেতা জনাব বেলাল উদ্দিন সোহেল তার ব্যক্তিগত অর্থায়নে প্রায় সাত হাজার পরিবারের মধ্যে লকডাউন ও ঈদুল ফিতর উপলক্ষ্যে ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছেন এবং তারই অংশ হিসেবে গতকাল ০১ নং ওয়ার্ড থেকে ০৫ নং ওয়ার্ডের প্রায় দুই হাজার পরিবারের বা তার ও অধিক পরিবারের মধ্যে দশ কেজি চাউল,দুই কেজি ময়দা, মশুর ডালএক কেজি,চিনি এক কেজি, সেমাই এক কেজি, খেজুর হাফ কেজি ও সোয়াবিন তৈল এক লিটার যার আনুমানিক মূল্য এক হাজার টাকা করে বিতরণ করেছেন।আগামী ০৮|০৫|২০২১ ইং রোজ শনিবার সকাল ০৮ টা থেকে ০৬.০৭.০৮ ও ০৯ নং ওয়ার্ডে উক্ত ত্রাণ বিতরণ করবেন।তিনি সকল নেতা কর্মী ও জনগণের পাশে থেকে সেবা করার লক্ষ্যে আগামী ইউ,পি নির্বাচনে নৌকার প্রতিক নিয়ে নির্বাচন করতে চান এবং সকলের দোয়া, সমর্থন ও ভোট প্রত্যাশা করেন।তিনি আরও বলেন জননেত্রী শেখ হাসিনা যদি আমাকে নৌকা প্রতিক মনোনয়ন দেন এবং জনগণ যদি ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করেন আমি জনগণের সুখে দু:খে ছিলাম, আছি এবং থাকবো তার এই বক্তব্যের প্রতি উপস্থিত সকল নেতা কর্মী ও জনগণ সমর্থন জানিয়ে জননেতা আলহাজ্ ওমর ফারুক চৌধুরী মাননীয় সাংসদ গোদাগাড়ী তানোর -৫২, রাজশাহী -০১ এর মাধ্যমে জননেত্রী শেখ হাসিনাকে অনুরোধ জানান জনাব বেলাল উদ্দিন সোহেল কে যেন নৌকা প্রতিক মনোনয়ন প্রদান করেন।উক্ত ত্রাণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠান কোরআন তেলোয়াতের মাধ্যমে শুরু করা হয়।কোরআন তেলোয়াত করেন ০১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জনাব জেকের আলী। উক্ত ত্রাণ বিতরণ কার্যক্রম অনূষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ আবুল কালাম আজাদ স্যার।তিনি সহ বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ।জনাব বেলাল উদ্দিন সোহেল বিভিন্ন সামাজিক প্রতিষ্টানেে আর্থিক সহায়তা প্রদান করেছেন এবং অব্যাহত রেখেছেন।সাধারন জনগণ জনাব বেলাল উদ্দিন সোহেলকে ০৭ নং দেওপাড়া ইউনিয়ের চেয়ারম্যান নির্বাচনে ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করার প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY Rayhan