ভোলা মাদক সহ ২ জন আটক

ভোলা মাদক সহ ২ জন আটক

180599351 2974823639408394 5083770011475912123 N

জাবেদ আই ডি ৯৬৩: ভোলা জেলা গোয়েন্দা শাখা ভোলার সার্বিক তত্ত্বাবধানে অদ্য ০৩ মে ২০২১ তারিখ ১৮:১৫ ঘটিকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ভোলার এস আই (নিঃ) মোঃ হাফিজুর রহমান ও সংগীয় ফোর্স ভোলা সদর মডেল থানাধীন কাচিয়া ইউপি ০১নং ওয়ার্ডে অভিযান করিয়া ৮০ (আশি) পিছ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আসামী ১৷ মোঃ জবেদ আলী ওরফে ফয়েজ ওরফে শিমুল (২৮), পিতা- মোঃ ফজর আলী, সাং- মহাজনপুর, থানা মুজিব নগর, জেলা- মেহেরপুর, বর্তমান সাং-পৌর ০৫ নং ওয়ার্ড, ২৷ মোঃ ইমরান হাওলাদার (৩০), পিতা- মৃত মালেক হাওলাদার, সাং- পৌর ০১নং ওয়ার্ড, উভয় থানা ও জেলা ভোলাকে গ্রেফতার করেন। মাদক মামলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY Rayhan