জয়পুরহাটের ক্ষেতলালে স্বাস্থ্য সুরাক্ষায় দুস্থ ১৫০টি পরিবারের মাঝে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার ১০টায় উপজেলার বড়াইল ইউনিয়ন পরিষদ চত্ত্বরে এলজিএসপি-৩ এর আওতায় ২০১৯-২০২০ অর্থ বছরের ১৫০টি দুস্থ পরিবারের মাঝে সার্জিক্যাল মাস্ক, হাত ধোয়ার সাবান ও ব্লিচিং পাউডার বিতরণ করা হয়। উক্ত বিতরনী অনুষ্ঠানে বড়াইল ইউপি চেয়ারম্যান আবু রাশেদ আলমগীরসহ উপস্থিত ছিলেন, এলজিএসপি-৩ এর ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর ওয়ালিউল ইসলাম চৌধুরী, ইউপি সচিব কমল চন্দ্র, হিসাব সহকারী সোহেল রানা, ইউপি সদস্য মশিউর রহমান লেবু, আলাউদ্দিন বাচচু, আব্দুস ছামাদ, মহিলা ইউপি সদস্য রাজিয়া বেগম, সাংবাদিক মিজানুর রহমান, আবু হাসান সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।