Bangladesh Online Journalism School কোর্স রিভিউ কনটেস্ট ২০২১

Bangladesh Online Journalism School কোর্স রিভিউ কনটেস্ট ২০২১

Journalism School

পছন্দের বই, মুভি বা প্রোডাক্টের রিভিউ তো আমরা প্রায়ই করি, এবার চলুন কোর্সের রিভিউ করার চেষ্টা করে দেখি!

বাংলাদেশ অনলাইন জার্নালিজম স্কুল এর  শিক্ষার্থীদের জন্য আমরা একটি রিভিউ কনটেস্ট আয়োজন করছি, যেটি চলবে মে এর ৩০ তারিখ পর্যন্ত। এই কনটেস্টের অংশ গ্রহণ কারি   সকলের  জন্য থাকছে   The Miracle Morning: The 6 Habits That Will Transform Your Life Bangla Pdf books Link  বিজয়ীদের জন্য থাকছে  Paid  কোর্সের ফ্রি এক্সেসসহ বেশ অনেকগুলো সুযোগ সুবিধা! (পুরস্কারের বিস্তারিত বর্ণনা আছে এই আর্টিকেলের একদম নিচে) কনটেস্ট যেহেতু শুরু হয়ে গিয়েছে, তাই দেরি না করে আজকেই অংশগ্রহণ করুন।

কেন এই কনটেস্ট?
আমরা জানি বাংলাদেশ অনলাইন জার্নালিজম স্কুল এর    শিক্ষার্থীরা বেশ সচেতন, স্মার্ট ও প্রো-অ্যাকটিভ। তাই তারা যখন একটি কোর্স নিয়ে কথা বলবে, সেই কোর্সের শিক্ষাগুলো সবার সাথে শেয়ার করবে, কোর্সের টপিকগুলোর গুরুত্ব সম্পর্কে আলোচনা করবে – তখন সেটি আরও অসংখ্য মানুষের জন্য হেল্পফুল হবে বলে আমরা মনে করি। এই আলোচনায় সবাইকে উদ্বুদ্ধ করতেই এই কনটেস্ট!

এই কনটেস্টের সাথে সম্পর্কিত যেকোন ব্যাপারে বাংলাদেশ অনলাইন জার্নালিজম স্কুল এর  সিদ্ধান্তই চুড়ান্ত বলে বিবেচিত হবে।

রিভিউ লেখার ক্ষেত্রেঃ

  • আপনি চাইলে বাংলাদেশ অনলাইন জার্নালিজম স্কুল এর নির্দিষ্ট এক বা একাধিক কোর্স নিয়ে রিভিউ লিখতে পারেন, অথবা লার্নিং প্ল্যাটফর্ম হিসেবে ওভারল বাংলাদেশ অনলাইন জার্নালিজম স্কুল  নিয়েও রিভিউ লিখতে পারেন।
  • নির্দিষ্ট এক বা একাধিক কোর্স নিয়ে রিভিউ লেখার সময় সেই কোর্সগুলোর নাম মেনশন করুন। আর ওভারল বাংলাদেশ অনলাইন জার্নালিজম স্কুল এর নিয়ে রিভিউ লেখার ক্ষেত্রে আপনি  কোন কোন কোর্স করেছেন/করছেন তা উল্লেখ করুন।
  • রিভিউ এর কোনো word limit নেই, তবে মিনিমাম ২০০ শব্দের হলে ভাল হয়।
  • বাংলা বা ইংরেজি যেকোন ভাষায় রিভিউ লেখা যাবে।
  • ফ্রি কোর্স, Paid কোর্স– যেকোন ধরনের কোর্স নিয়েই রিভিউ লেখা যাবে।
  • আপনি চাইলে রিভিউ এর সাথে বাংলাদেশ অনলাইন জার্নালিজম স্কুল এর থেকে অর্জিত কোনো সার্টিফিকেটের ছবি পোস্ট করতে পারেন, যদি থাকে! 😀
  • রিভিউ এর সাথে অবশ্যয়  আপনার নাম  ঠিকানা মোবাইল নাম্বার ইমেইল ও আপনার  ছবি পোস্ট করতে হবে ! 😀
  • রিভিউ পোস্ট করতে হবে নিজের  fb wall সহ আমাদের নিচের ০৩ টি ফেসবুক গ্রুপে

https://www.facebook.com/groups/Bangladeshonlinejournalismschool

https://www.facebook.com/groups/bdojs7

https://www.facebook.com/groups/bdojs

বিজয়ী ২০  জনের জন্য যা যা পুরস্কার থাকছেঃ

@ সেরা   ০৩  জন   বিজয়ীর জন্য থাকছে  Paid  কোর্সের ফ্রি এক্সেস

@১০০ টাকা মোবাইল Refil  – ২০ জন

@ ৫০% Discount এ মাত্র ১৬০০ টাকায়  ১২ মাস মেয়াদি সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স করার সুযোগ – ১৭ জন

@ The Miracle Morning: The 6 Habits That Will Transform Your Life Bangla Pdf books Link

Help Line 01831910346

 

Please Share This Post in Your Social Media

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY Rayhan