জয়পুরহাট জেলার ক্ষেতলাল পৌরসভার ৬ নং ওয়ার্ড ফকিরপাড়া মহল্লায় ১৮০০ ফিট সিসি ঢালায় রাস্তার কাজের শুভ উদ্বোধন
- Update Time :
রবিবার, ২৫ এপ্রিল, ২০২১
-
৩৭
Time View
ফারুক হোসেন জয়পুরহাট প্রতিনিধি আইডি নং : ৯৮৪
জয়পুরহাট জেলার ক্ষেতলাল পৌরসভার ৬ নং ওয়ার্ড ফকিরপাড়া মহল্লায়, ক্ষেতলাল পৌরসভার দানবীর জনবান্ধব সুযোগ্য মেয়র জননেতা জনাব Sirazul Islam Bulu মহোদয়, ১০০ ফিট ড্রেনের ও ১৮০০ ফিট সিসি ঢালায় রাস্তার কাজের শুভ উদ্বোধন করেন।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন, কাউন্সিলর জনাব মো: আজিজার রহমান, পৌরসভার ইঞ্জিনিয়ার জনাব মো: আফতাব হোসেন, ঠিকাদার জনাব মো: মামনূর রশিদ, জনাব মো: মতুর্জা বিন তারেক মিঠু, জনাব গোলাম রব্বানি, পৌরসভার নিম্নমান সহকারি কাম মুদ্রাক্ষরিক আহমেদ পান্না, পৌর যুব মহিলা লীগের সভানেত্রী জনাব শেখ রহিমা তারা ও অত্র ওর্য়াড আওয়ামী লীগের সভাপতি/ সাধারন সম্পাদক, বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ সহ মহল্লাবাসির গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Please Share This Post in Your Social Media