নূরে আলম সিদ্দিকী নূর, বিরামপুর (দিনাজপু) প্রতিনিধি: বাংলাদেশে ক্রিকেট বোর্ডের (বিসিবি) গেম ডেভেলপমেন্টের আয়োজনে অনুর্ধ্ব-১৯ বাংলাদেশ দল গঠনের লক্ষ্যে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) চার সপ্তাহের জন্য একটি ক্যাম্পে ৪৫ জন ক্রিকেটার অংশগ্রহণ করবে। আর এ যুব ক্রিকেট টাইগারের দলে প্রথম স্কোয়াডে ডাক পেয়েছেন দিনাজপুরের বিরামপুর উপজেলার তরুণ ক্রিকেটার জাকারিয়া ইসলাম শান্ত।
জাকারিয়া ইসলাম শান্ত উপজেলার পৌরসভার ৪ নং ওয়ার্ড কাউন্সিলর মোজাফফর রহমানের ছেলে।
বিকেএসপি সূত্রে জানা যায়, চার সপ্তাহের এ ক্যাম্প আগামী ২২ আগস্ট শুরু হয়ে ১৮ সেপ্টেম্বর শেষ হবে। ক্যাম্পের গ্রুপ-“২” থাকা শান্ত ১৭ আগস্ট মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে রিপোর্ট করবে, ১৮ আগস্ট কোভিড-১৯ টেস্ট করবে এবং ১৯ আগস্ট বিকেএসপিতে অংশগ্রহণ করবে।
রোববার দুপুরে শান্ত’র বাবা মোজাফফর রহমানের সাথে কথা হলে তিনি বলেন, ‘শান্ত বিকেএসপি’র যুব ক্রিকেটের ক্যাম্পে খেলবে শুক্রবার এ খবরটি পেয়ে খুব খুশি হয়েছি। সবাই আমার ছেলের জন্য জন্য দোয়া করবেন যেন সে বাংলাদেশ জাতীয় দলের হয়ে মাঠে নেমে বিরামপুরবাসীর মুখ উজ্জ্বল করে।’
বিকেএসপি দিনাজপুরের ভারপ্রাপ্ত অধ্যক্ষ (চলতি দায়িত্ব) মো. ময়নুল ইসলাম সবুজ জানান, ‘শান্ত একজন অত্যন্ত মেধাবী ছাত্র। সেইসাথে ক্রিকেটের প্রতি তার প্রচণ্ড ভালোবাসা রয়েছে। সে একজন সম্ভাবনাময় খেলোয়াড়। তাকে একজন ভালো ক্রিকেটার হিসেবে গড়ে তুলতে সাভার ও দিনাজপুরের বিকেএসপি’র শিক্ষকরা সবধরণের সহযোগিতা করেছেন। আশা করছি, সে যুব ক্রিকেটারদের ক্যাম্পে অংশগ্রহণের মাধ্যমে নিজেকে আগামীর জন্য যোগ্য হিসেবে গড়ে তুলতে সক্ষম হবে।’