দেশে এলো ৭ হাজার টন ভারতীয় চাল

দেশে এলো ৭ হাজার টন ভারতীয় চাল

31132312

ভারত থেকে আমদানি করা ৭ হাজার মেট্রিক টন চাল দেশে এসে পৌঁছেছে। বুধবার (২১ এপ্রিল) সকালে চুয়াডাঙ্গার দর্শনা রেল বন্দর দিয়ে এসব চালের চালান দেশে পৌঁছায়।

দুপুরেই দর্শনা আন্তর্জাতিক রেল ইয়ার্ড থেকে আমদানি করা চাল পাবনার সান্তাহারের উদ্দেশে ছেড়ে গেছে।
এর আগে, মঙ্গলবার (২০ এপ্রিল) ভারতীয় পশ্চিমবঙ্গের নদীয় জেলার গেদে সীমান্ত দিয়ে পৃথক ভাবে ভারতীয় মালবাহী ট্রেনযোগে ৩ টি র‌্যাকে ১২২টি ওয়াগন ভর্তি করে ৭ হাজার ১৯০ মেট্রিক টন চালের আমদানি করা ট্রেন রওনা হয়। সকালে দর্শনায় এসে পৌঁছালে দর্শনা রেলওয়ে, কাস্টমস, কোয়ারেন্টিন শেষে মালামাল খালাস প্রক্রিয়া শেষ করে। এরপরই নেওয়া হয় পাবনার সান্তাহারের উদ্দেশে।

সান্তাহারে স্টেশনে ওয়াগেন খালাস করা হবে। সরকারিভাবে পণ্য চাল খালাস করার জন্য তত্ত্বাবধায়ক একটি কমিটি করা আছে। তারা চালের গুণগতমান যাচাই করে এবং খালাস করার কাজে নিয়েজিত থাকবেন বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY Rayhan