বিশ্বজুড়ে টুইটারে বিভ্রাট

বিশ্বজুড়ে টুইটারে বিভ্রাট

2332123

বিশ্বজুড়ে টুইটার বিভ্রাটে পড়েছেন ব্যবহারকারীরা। এতে করে অনেক ব্যবহারকারী কোনও টুইট করতে পারেননি। শুধু তাই নয়; অন্যদের টুইট দেখতেও পারেননি অনেকে। টুইটার কর্তৃপক্ষ বিভ্রাটের বিষয়টি স্বীকার করেছে।

পরে মাইক্রোব্লগিং সাইটটি জানিয়েছে, বিভ্রাটের শিকার হয়েছে তাদের সেবা, সমস্যা সারাতে কাজ চলছে। খবর রয়টার্সের।

শুক্রবার শেষ ভাগে এ ব্যাপারে টুইট করেছে প্রতিষ্ঠানটি। ওই টুইটে তারা লিখেছে, “আপনাদের কারো কারো জন্য হয়তো টুইট লোড হচ্ছে না। আমরা সমস্যা সারাতে কাজ করছি, এবং খুব দ্রুতই টাইমলাইনে ফিরতে পারবেন আপনি।”

বিভ্রাট সম্পর্কিত তথ্যদাতা এবং নজরদারি সাইট ডাউনডিটেক্টরের দেওয়া তথ্য অনুসারে, প্রায় ৪০ হাজার ব্যবহারকারী শুক্রবার সামাজিক মাধ্যমটিতে সমস্যা হওয়ার কথা জানিয়েছেন। শুক্রবার রাত থেকে এই বিভ্রাট শুরু হয় বলে অভিযোগ করেন তারা।

Please Share This Post in Your Social Media

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY Rayhan