২য় ধাপের লকডাউনের প্রথম দিনে সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলায় পীরগঞ্জ পূর্ব চৌরাস্তায় ফরিদ ভ্যারাইটিজ স্টোর এর স্বত্বাধিকারী মোঃ ফরিদুল ইসলামকে এক হাজার টাকা জরিমানা করেন পীরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তরিকুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার রায়,ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোঃ খায়রুল বাশার ডন সহ পীরগঞ্জ থানা পুলিশের সদস্যরা।
এ বিষয়ে সহকারী পুলিশ সুপার পীরগঞ্জ সার্কেল, ঠাকুরগাঁও মোঃ আহসান হাবিব জানান, “আপনার ভালো আপনাকেই বুঝতে হবে। সরকারী নির্দেশ মেনে এই মহামারি করোনা প্রতিরোধে অপ্রয়োজনে বাইরে বের হবেন না। জরুরী দরকার হলে স্বাস্থ্যবিধি মেনে কাজ শেষ করে সাথে সাথে বাসায় চলে যান। ভাড়া মারার জন্য অটো, ভ্যান, রিকশা নিয়ে বাইরে আসা সম্পুর্ন নিষেধ। মোটরসাইকেলে একজনের বেশি বাইরে আসা যাবে না। ওষুধের প্রয়োজন হলে প্রেসক্রিপশন সাথে নিয়ে আসুন। সবসময় যেদিকে আপনি যাচ্ছেন, সেদিকেই আপনার বাড়ি, এই কথা বলবেন না। ১ টা ডিম, হাফ কেজি টমেটো, ১ টা নাপা ট্যাবলেট ইত্যাদি আপনার খুব জরুরি, এমন খোড়া অজুহাত দেবেন না দয়া করে। আপনারা নির্দেশনা মেনে চললে আইন প্রয়োগের দরকার হয় না আমাদের। আসেন সবাই মিলে একসাথে করোনাকে রুখে দেই।”