নোয়াখালীতে কোভিড-১৯পরীক্ষার ফি জমার জন্য নগদের বুথ উদ্বোধন
- Update Time :
বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১
-
২১
Time View
মোঃসামছু উদ্দিন লিটন, নোয়াখালী প্রতিনিধি(৬৯৬)
অদ্য ১/৪/২০২১ইং নোয়াখালীতে বিদেশগামীদের কোভিড-১৯ পরীক্ষার ফি জমাদানের জন্য সিভিল সার্জন অফিস নোয়াখালীতে চালু করা হলো “নগদ” এর বুথ। এখন থেকে বিদেশগামী যাত্রীগন এই বুথে এসে ফি জমা দিয়ে কোভিড-১৯ পরীক্ষা করাতে পারবেন। আজ এ কার্যক্রমের উদ্বোধন করার সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নোয়াখালী জনাব মোঃ খোরশেদ আলম খান মহোদয়, পুলিশ সুপার নোয়াখালী জনাব মোঃ আলমগীর হোসেন মহোদয়, সিভিল সার্জন নোয়াখালী ডাঃ মাসুম ইফতেখার মহোদয়, স্বাধীনতা চিকিৎসক পরিষদ নোয়াখালী জেলার সাধারণ সম্পাদক ডাঃ মোঃ মাহবুবুর রহমান মহোদয় সহ “নগদ” এর কর্মকর্তাবৃন্দ ও অন্যান্য ব্যাক্তিবর্গ।
Please Share This Post in Your Social Media