রুহুল কবির রিজভী শারীরিক অবস্থার উন্নতি

রুহুল কবির রিজভী শারীরিক অবস্থার উন্নতি

3212

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী করোনায় আক্রান্ত হলে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে করোনা ইউনিটে ১৩০৫ নম্বর কেবিনে তার চিকিৎসা চলছে। এখন তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।

বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করে বলেন, গতকাল তার ফুসফুসের সিটিস্ক্যান করা হয়েছে। রিপোর্ট ভাল এসেছে। হার্টেরও রিপোর্ট ভালো। জ্বর-কাশিও এখন নেই। তিনি খাবারও খেতে পারছেন।

তিনি জানান, আগামীকাল করোনা টেস্ট করা হবে। রিপোর্ট নেগেটিভ আসলে দু’একদিনের মধ্যে তিনি বাসায় যেতে পারবেন।

প্রসঙ্গত, বেশ কয়েকদিন ধরে জ্বরে ভুগার পর রিজভীর করোনা টেস্ট করলে রিপোর্ট পজিটিভ আসে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

Please Share This Post in Your Social Media

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY Rayhan