ঝিনাইগাতীর কাংশা ইউনিয়নের আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
- Update Time :
মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১
-
৪৭
Time View
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এক বর্ধিত ও জনসভা সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ মার্চ সোমবার বিকেলে পানবর মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে এ বর্ধিত সভার আয়োজন করা হয়।কাংশা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আজিজ দুলুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সম্পাদক শ্রী বিশ্বজিৎ রায়, সাংগঠনিক সম্পাদক আঃ হালিম, প্রচার সম্পাদক মজিবর রহমান। কাংশা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রউফ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন কাংশা ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মো, আব্দুল আজিজ ধলু, জহুরুল হক,শীষ মনোয়ার, রোকনুজ্জামান রোকন, মেহেদী হাসান, জিয়য়াউল হক, হাসানুজ্জামান হাসান, আঃ রউফ,কেরামত আলী, মোজাম্মেল হক,সহিজল হক হরত প্রমুখ।এ সভায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন ও প্রার্থী বাছাই নিয়েও আলোচনা হয়। উক্ত সভায় উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মী,এলাকার গন্যমান্যব্যাক্তিবর্গ ও সাধারণ ভোটারগন অংশ গ্রহন করেন ।
Please Share This Post in Your Social Media