কক্সবাজার-টেকনাফ সড়কের চেইন্দায় মালবাহী ট্রাক ও ইউএনএইচসিআর-এর গাড়ীর মুখোমুখি সংঘর্ষ

কক্সবাজার-টেকনাফ সড়কের চেইন্দায় মালবাহী ট্রাক ও ইউএনএইচসিআর-এর গাড়ীর মুখোমুখি সংঘর্ষ

160184754 2846804042234130 6424127491475312980 N

উমর ফারুক কক্সবাজার প্রতিনিধি আইডি নং: ৯২১
কক্সবাজার-টেকনাফ সড়কের চেইন্দায় মালবাহী ট্রাক ও ইউএনএইচসিআর-এর গাড়ীর মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ৪ জন গুরুতর আহত হয়েছে।
আহতদের মধ্যে ইউএনএইচসিআর-এর গাড়ীর ড্রাইভার ও ট্রাক ড্রাইভার রয়েছেন। এর মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
রবিবার এ দুর্ঘটনাটি ঘটে। মুখোমুখি সংঘর্ষে ইউএনএইচসিআর-এর গাড়ীর সামনের অংশ দুমরে মুচরে যায়।
আহতদের কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY Rayhan