রহস্যজনক বিস্ফোরণ

রহস্যজনক বিস্ফোরণ

160574694 1850635175110508 1704053773200004784 N

কক্সবাজার উপকূলে জেলেরা মাছ ধরার সময় ট্রলারে বিস্ফোরণে ঘটে শুক্রবার রাত পর্যন্ত সাত জনের মৃত্যু হয়েছে আর ঢাকায় শেখ হাসিনা বার্ণ ইন্সটিটিউটে চিকিৎসাধীন আছেন আরও চার জন কিন্তু এ ঘটনাটি নিয়ে কৌতুহল ছড়িয়ে পড়েছে জেলে ও ট্রলার মালিকদের মধ্যে।
নিহত ও আহত জেলেদের সবার বাড়ি লক্ষ্মীপুরের রামগতিতে । সেখানকার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল মোমিন বিডিআপ নিউজ.কম এর রিপোর্টার মোঃমিজানুর রহমান কে এই কথা নিশ্চিত করেন এবং আরো বলেন যে নিহতদের পরিবারকে ইতোমধ্যেই জেলা প্রশাসন এর পক্ষ থেকে বিশ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেয়া হয়েছে।
কিন্তু এই বিস্ফোরণের কারণ জানা গেছে কি-না জানতে চাইলে তিনি বলেন জেলেদের যারা সুস্থ হয়ে এসেছে তাদের সাথে কথা বলেছেন কিন্তু তারা কিছু বলতে পারেনি।
তবে দুর্ঘটনা কবলিত ট্রলারটির মালিক শহিদুল হক সোহেল বলছেন, “এটি একটি রহস্যময় ঘটনা। কারণ জাহাজের ইঞ্জিন, ব্যাটারি, গ্যাস সিলিন্ডার সব অক্ষত। হঠাৎ করে কিছু একটা এসে উপরিভাগের কেবিনে বিধ্বস্ত হয়ে বিস্ফোরণ ঘটায় যাতে সেখানে থাকা ১২ জন জেলে আহত হয়। শুক্রবার রাত পর্যন্ত তাদের মধ্যে সাত জন মারা গেছে”।

Please Share This Post in Your Social Media

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY Rayhan