দীঘিনালা থানার আয়োজনে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন
- Update Time :
রবিবার, ৭ মার্চ, ২০২১
-
২৬
Time View
(মোঃ মহাসিন মিয়া -836) মুজিববর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির দীঘিনালা থানার আয়োজনে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তোরণে জাতিসংঘের চুড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে আনন্দ উদযাপন করা হয়েছে। আজ, (রবিবার) ৭ ই মার্চ বিকেলে দীঘিনালা থানা মাঠে প্রধান অতিথি হিসেবে কেক কেটে ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মোহাম্মদ কাশেম।
দীঘিনালা থানার (ভারপ্রাপ্ত কর্মকর্তা) উত্তম দেবের সভাপতিত্বে অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন দীঘিনালা প্রেস ক্লাবের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম রাজু, উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তফা কামাল মিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান সীমা দেওয়ান, মেরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রহমান কবির রতন, বোয়ালখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা (কালাধন), কবাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসেন প্রমূখ। এসয় বীর মুক্তিযোদ্ধা, পুলিশ, সুশীল ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও রাতে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ব্যাটমিন্টন টুর্নামেন্ট’র আয়োজন রয়েছে।
Please Share This Post in Your Social Media