বনগাও গৌরীপুর ইউনিয়ন ঝিনাইগাতি শেরপুর এর উদ্যোগে বিনামূল্যে রক্তদান কর্মসুচির আয়োজন

বনগাও গৌরীপুর ইউনিয়ন ঝিনাইগাতি শেরপুর এর উদ্যোগে বিনামূল্যে রক্তদান কর্মসুচির আয়োজন

155170824 2880796222239006 4386171451312438380 N

মোহাম্মদ আবু তালেব ঃঃ ০৫/০৩/২০২১ইং হিলফুল ফুজুল মানব কল্যাণ সংঘ মেল গেইট বনগাও গৌরীপুর ইউনিয়ন ঝিনাইগাতি শেরপুর এর উদ্যোগে বিনামূল্যে রক্তদান কর্মসুচির আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সকল সদস্য ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। সদস্য সচিব জ্বনাব মোঃ আবু হারেজ বলেন আমাদের এই কর্মসূচির মধ্য দিয়ে অসহায় দুস্থ রোগীদের বিশেষ করে যাদের রক্তর প্রয়োজন পড়ে তাদেরকে বিনামূল্যে রক্ত দান করে সহযোগিতা করবো। তিনি আরো বলেন আমাদেরকে যদি কোন অসহায় ব্যক্তি যাদের সামর্থ্য নেই তথ্য জানাই আমাদের সদস্যরা উপকারভোগীদের সুবিধাজনক জায়গায় বিনা খরচে তা দান করবেন। সংগঠনের এই দান কর্মসূচি চলমান থাকবে।অসহায় ছাত্র-ছাত্রীদেরকে আর্থিক সহযোগিতা করা হয়।

Please Share This Post in Your Social Media

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY Rayhan