রপ্তানীযোগ্য চকরিয়ার সম্পদ “চিংড়ী ও লবণ” আমাদের মাটি মানুষের প্রাণ

রপ্তানীযোগ্য চকরিয়ার সম্পদ “চিংড়ী ও লবণ” আমাদের মাটি মানুষের প্রাণ

155312563 3747805295333166 8302465375062744073 N

উসমান গণি
আইডি নং-৮৬২
কক্সবাজার
রপ্তানীযোগ্য চকরিয়ার সম্পদ “চিংড়ী ও লবণ” আমাদের মাটি মানুষের প্রাণ। তারই ঐতিহ্যকে প্রতিটি মানুষ আজীবন স্মরণ রাখতে পৌরসভা সংলগ্ন চিংড়ী ভাস্কর্য নির্মাণ করে চকরিয়াকে পর্যটকদের আনন্দ উপভোগের আরো একধাপ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য জনপ্রিয় মেয়র আলমগীর চৌধুরীকে বৃহত্তর চকরিয়া-পেকুয়া বাসীর পক্ষ থেকে অভিনন্দন! অদ্য ২৫/০২/২০২১ই বাদে জুমা উক্ত চিংড়ি ভাস্কর্য হাজার হাজার দর্শনার্থীদের আনন্দঘন পরিবেশে শুভ উদ্বোধন করেন; মাননীয় সাংসদ জনাব জাফর আলম বিএ অনার্স এমএ, জনপ্রিয় মেয়র জনাব আলমগীর চৌধুরী, সিপিপির উপজেলা টিম লিডার জনাব নুরুল আবচার, কাউন্সিলরবৃন্দ, উপজেলা ভাইস চেয়ারম্যান, অধ্যাপক মানিক।
উপস্থিত ছিলেন; সকল উপজেলা ও পৌরসভা নেতৃবৃন্দ, সাংবাদিক, পৌরকর্মকর্তা-কর্মচারীবৃন্দ সহ দূর দূরান্ত হতে আগত দর্শনার্থী।

Please Share This Post in Your Social Media

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY Rayhan