নবম দফায় মুকতাদির হোমিও চিকিৎসা কেন্দ্রের উদ্যোগে মাস্ক বিতরণ অনুষ্ঠিত

নবম দফায় মুকতাদির হোমিও চিকিৎসা কেন্দ্রের উদ্যোগে মাস্ক বিতরণ অনুষ্ঠিত

148742133 2876248679260766 3380997768936346620 O

এমএএম,আইডি নং-৮১৩ নাগরপুর(টাংগাইল)প্রতিনিধি:
মহামারি করোনা প্রতিরোধের অংশ হিসাবে মুকতাদির হোমিও চিকিৎসা কেন্দ্রের উদ্যোগে সকল শ্রেনী মানুষের মাঝে স্যাজিক্যাল মাস্ক বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
আজ বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারি ২০২১ খ্রি.সকাল ১০.০০ টায় নাগরপুর বাজার আইয়ূব আলী সুপার মার্কেট অবস্হিত চিকিৎসা কেন্দ্রে নবম দফায় প্রায় দুই শতাধিক স্যাজিক্যাল মাস্ক বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
মাস্ক বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসাবে অবস্হিত ছিলেন-মুকতাদির হোমিও চিকিৎসা কেন্দ্রের নব নিযুক্ত প্রধান উপদেষ্টা, বিশিষ্ট হোমিও অনুরাগী ডা.এম.এ.মান্নানের নানা মো.কিসমত বেপাড়ী।
মাস্ক বিতরণ কার্যক্রমে আরও উপস্হিতি ছিলেন প্রতিষ্ঠাতা ম্যানেজিং ডিরেক্টর ও বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ নাগরপুর উপজেলা শাখার সভাপতি বিশিষ্ট হোমিওপ্যাথ ও গবেষক ডা.এম.এ.মান্নান,মেডিকেল অফিসার ও বাহোপ,নাগরপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ডা.মো.কাউছার খান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY Rayhan