নাগরপুরে কোভিড-১৯ টিকাদান কর্মসৃচী উদ্বোধন

নাগরপুরে কোভিড-১৯ টিকাদান কর্মসৃচী উদ্বোধন

147163406 2873537412865226 6679883646129750307 N

ডা.এম.এ.মান্নান,আইডি নং-৮১৩
নাগরপুর প্রতিনিধি:
টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় (কোভিড ১৯ টিকাদান কর্মসৃচী উদ্বোধন করা হয়েছে।
আজ রবিবার ৭ ফেব্রুয়ারী ২০২১ খ্রি.সকালে নাগরপুর সদর হাসপাতালে উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে উপজেলা প্রধান স্বাস্হ্য কর্মকর্তা ডা. রোকনুজ্জামান খান এর সভাপতিত্বে ও মেডিকেল টেকনোলজিষ্ট কামরুনাহার এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইউএনও সিফাত-ই- জাহান।
এ সময় আরোও উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি তারিন মসরুর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, ডা. খালিদ বিন কাশিম, ডা. শরিফুল ইসলাম সহ সাংবাদিকবৃন্দ।

Please Share This Post in Your Social Media

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY Rayhan