মুজিববর্ষ উপলক্ষে রাণীশংকৈলে প্রধানমন্ত্রীর ঘর উপহার পেল ৩০ পরিবার

মুজিববর্ষ উপলক্ষে রাণীশংকৈলে প্রধানমন্ত্রীর ঘর উপহার পেল ৩০ পরিবার

141335962 2804738616521742 2915174178369587331 O

হুমায়ুন কবির, আইডি নং ৭৩৩ রাণীশংকৈল (ঠাকুরগাঁও ) প্রতিনিধিঃ সারাদেশে একযোগে গণভবন থেকে মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের ৪৯২টি উপজেলার ৬৯ হাজার ৯০৪ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পাকা ঘরসহ বাড়ি হস্তান্তর করেন। এরই অংশ হিসাবে মুজিববর্ষে ২৩ জানুযারি শনিবার ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়নে ৩০ টি পরিবার পেলেন নতুন ঘর, নিশ্চিত আশ্রয়। “আশ্রায়নের অধিকার, শেখ হাসিনার উপহার”এ প্রতিপাদ্যে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে মাথা গোঁজার ঠাঁই পাচ্ছেন এসব অসহায় ভূমিহীন ও গৃহহীন পরিবার। প্রধানমন্ত্রীর নির্দেশে তৈরি হয়েছে এসব গৃহহীনদের স্বপ্নের বাড়ি। ইটের দেয়ালঘেরা এবং লাল রঙের টিনের ছাউনিতে নির্মিত এসব ঘর। সরেজমিনে ঘুরে জানা গেছে প্রতিটি ঘরের খরচ ধরা হয়েছে ১ লাখ ৭১ হাজার টাকা। দুই কক্ষ বিশিষ্ট বাড়িতে রয়েছে একটি রান্না ঘর ও টয়লেট। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে একযোগে সারা দেশে এই আশ্রায়ন প্রকল্পের উদ্বোধন করেন। এ উপলক্ষে এদিন উপজেলা কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, সহকারি কমিশনার (ভূমি) প্রীতম সাহা তাদের হাতে ঘরের চাবি তুলে দেন। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ভারপ্রাপ্ত অধ্যক্ষ সইদুল হক, ভাইস চেয়ারম্যান সোহেল রানা ও শেফালী বেগম, থানা অফিসার ইনচার্জ এস এস জাহিদ ইকবাল প্রমুখ।
এছাড়াও উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, রাজনৈতিক-সামাজিক নেতা, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। উপকারভোগিরা প্রধানমন্ত্রীর এ মানবিক ও জনকল্যাণমূলক পদক্ষেপকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY Rayhan