রাণীশংকৈলে দুই দিনে নতুন করে দুই ব্যাংক কর্মকর্তাসহ ৬ জন করোনায় আক্রান্ত শনাক্ত

রাণীশংকৈলে দুই দিনে নতুন করে দুই ব্যাংক কর্মকর্তাসহ ৬ জন করোনায় আক্রান্ত শনাক্ত

116330922 2656606764668262 3530887464878584157 O

হুমায়ুন কবির,আইডি নং ৭৩৩ রাণীশংকৈল
(ঠাকুরগাঁও) ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ৭ ও ৮ আগস্ট দুইদিনে নতুন করে দুই ব্যাংক কর্মকর্তাসহ ৬ জন করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে। তারা হলেন রাণীশংকৈল জনতা ব্যাংক শাখার কর্মকর্তা কাউসার আলী(৩৮),পৌর শহরের বন্দর এলাকার পবিত্র কুমার মল্লিক (৩৭), একই এলাকার অজিত সাহার স্ত্রী আলো রাণী সাহা (৫০) ও গোগর গ্রামের আতিকুর রহমান (২৫)। গত ৭ আগস্ট এই চার জনের নমুনার ফলাফল পজিটিভ আসে। অপরদিকে ৮ আগস্ট রাণীশংকৈল পৌরশহরের ৭ নং ওয়ার্ডের (বড়বাঁশবাড়ি) এলাকার ডাঃ শাহা-আবুল মুনসুর (৭২) (অবসরপ্রাপ্ত উপ সহকারি কমিনিউটি মেডিক্যাল অফিসার) ও তার স্ত্রী কুমকুম আরা (৬৫) করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে। এদের সকলকে রাণীশংকৈল স্বাস্থ্য কমপ্লক্সের তত্ববধানে নিজ বাড়িতে হোম আইসোলেশনে চিকিৎসাধীন রাখা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ ফিরোজ আলম ও পরিসংখ্যানবিদ খালেকুজ্জামান চৌধুরী রাতে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত: এ নিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা ৬০ জন এদের মধ্যে সুস্থ হয়েছেন ৩৫ জন, মৃত্যু বরণ করেছেন- ২ জন এবং বাকীরা চিকিৎসাধীন রয়েছেন।

Please Share This Post in Your Social Media

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY Rayhan