রাণীশংকৈলে বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্ট ফুটবল ফাইনালে চ্যাম্পিয়ন নীলফামারী

রাণীশংকৈলে বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্ট ফুটবল ফাইনালে চ্যাম্পিয়ন নীলফামারী

134738709 2791401571188780 4537842129018925680 N

হুমায়ুন কবির,আইডি নং- ৭৩৩ রাণীশংকৈল ( ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ডিগ্রি কলেজ মাঠে ৬ জানুয়ারি বুধবার বিকেলে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় নীলফামারী আসিরউদ্দীন শিক্ষাবিদ ফুটবল দল রাণীশংকৈল খেলোয়াড় কল্যাণ সমিতিকে টাইব্রেকারে ৩-২ গোলে
হারিয়ে চ্যাম্পিয়ন হয়। ক্রীড়ানুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নৌ পরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এম পি। বিশেষ সম্মানিত অতিথি ছিলেন ঠাকুরগাও-৩ সংসদ সদস্য জাহিদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক ড.কামরুজ্জামান সেলিম, পুলিশ সুপার
জাহাঙ্গীর হোসেন, সাবেক সংসদ সদস্য সেলিনা জাহান লিটা, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, জেলা আ’লীগ সাধারণ সম্পাদক দীপক কুমার, ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ, আ’লীগ সভাপতি ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ সইদুল হক,পৌর মেয়র আলমগীর সরকার, ভাইস চেয়ারম্যান সোহেল রানা ও শেফালি বেগম, জেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সুজন,
ওসি এস এম জাহিদ ইকবাল,
আ’লী সাধারণ সম্পাদক তাজউদ্দিন, বাংলাদেশ ফুটবল ফেডারেশন সদস্য
আরিফ হোসেন মুন, সাবেক অধ্যক্ষ তাজুল ইসলাম, আ’লীগ নেতা আহমেদ হোসেন বিপ্লব, মোস্তাফিজুর রহমান, ইসতেখার আলী, বিএনপি সম্পাদক আতাউর রহমান,জাপা নেতা এ জেড সুলতান ও আবু তাহের, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, প্রমুখ। এ ছাড়াও খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি সাবেক সংসদ সদস্য অধ্যাপক ইয়াসিন আলী, সম্পাদক সুকুমার চন্দ্র মোদক, জেলা ও উপজেলা আ’লীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মি, বিভিন্ন কর্মকতা, ক্রীড়ামোদী দর্শক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। খেলার ধারা বর্ণনায় ছিলেন প্রশান্ত বসাক, সাদেকুল ইসলাম ও বাপ্পী।
পরে চ্যাম্পিয়ন ও রানার আপ দলকে ট্রফি প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY Rayhan