সেন্টমার্টিনে মানতে হবে নির্দেশনা

সেন্টমার্টিনে মানতে হবে নির্দেশনা

135931256 4213389855344329 1918966839776312817 N

Mohi Uddin Faruque
ID No – 918
Chattogram Reporter
সেন্টমার্টিনে মানতে হবে  নির্দেশনা – পরিবেশ অধিদফতর ঃ
সেন্টমার্টিনে পর্যটকদের জন্য  বিধিনিষেধ আরোপ করে গণবিজ্ঞপ্তি জারি করেছে পরিবেশ অধিদফতর। বিধিনিষেধ ভাঙলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করা হয়েছে।
উল্লেখযোগ্য বিধি নিষেধগুলো:
১। দ্বীপের সৈকতে সব ধরনের যান্ত্রিক এবং অযান্ত্রিক যান পরিচালনায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
২।সৈকত, সমুদ্র এবং নাফ নদীতে প্লাস্টিক ফেলা নিষিদ্ধ, পশ্চিম পাশের সৈকত কোনাপাড়ার পর দক্ষিণ পাশের সৈকত গলাচিপার পর দক্ষিণ দিকে পরিভ্রমণ করা যাবে না।
৩।দ্বীপের চারপাশে নৌভ্রমণ করা যাবে না।
৪। জোয়ার ভাটা এলাকায় পাথরের ওপর দিয়ে হাঁটা যাবে না।
৫। সামুদ্রিক কাছিমের ডিমপাড়ার স্থানে চলাফেরা করা যাবে না।
৬। রাতে আলো জ্বালানো এবং ফ্লাশ লাইট ব্যবহার করে ছবি তোলা যাবে না।
৭। সৈকতে রাতের বেলা আলো জ্বালানো, আতশবাজি পোড়ানো, সৈকতে উচ্চশব্দে গানবাজনা করা, মাইক বাজানো বারবিকিউ পার্টি করা যাবে না।
৮। ছেঁড়াদ্বীপে কোনওক্রমেই ভ্রমণ এবং নোঙর করা যাবে না।
৯। প্রবাল; শামুক; ঝিনুক; সামুদ্রিক পাখি; তারামাছ; কাছিম; রাজ কাঁকড়া; সামুদ্রিক ঘাস; সামুদ্রিক শৈবাল এবং কেয়া ফল সংগ্রহ এবং ক্রয় বিক্রয় করা যাবে না।
১০। জাহাজ থেকে পাখিকে চিপস এবং কোনও রকম খাবারও খাওয়ানো যাবে না।
১১। দ্বীপে সুপেয় পানি কম থাকায় পানির অপচয় না করা।
১২। দ্বীপের প্রতিবেশের জন্য ক্ষতিকর কোনও কিছু করা যাবে না।

Please Share This Post in Your Social Media

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY Rayhan