জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড কাশিয়ানীর আতিকুল ইসলাম
- Update Time :
শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০
-
৫৯
Time View
আইডি নং – ৯১২
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হয়েছেন কাশিয়ানী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতিকুল ইসলাম।
সামগ্রিক দক্ষতা বিবেচনায় রাজস্ব প্রশাসনের কার্যক্রমে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাঁকে জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত করা হয়েছে।
বৃহস্পতিবার বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এক অনুষ্ঠানে এসিল্যান্ড আতিকুল ইসলামের হাতে পদক তুলে দেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের পক্ষে জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন।
এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার মোঃ মোস্তাফিজুর রহমান।
উল্লেখ্য, গত ২১ এপ্রিল আতিকুল ইসলাম কাশিয়ানীতে এসিল্যান্ড হিসেবে যোগদান করেন। এই কর্মকর্তার বাড়ি পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার রামগঞ্জবিলাসী। যোগদানের পর থেকে তিনি নিজ দপ্তরে স্বচ্ছতার সঙ্গে ভূমি সেবা দেয়ার পাশাপাশি বাল্যবিবাহ বন্ধ, করোনাকালে মানুষকে সচেতন, সরকারি সম্পত্তি রক্ষা ও উদ্ধার, ভ্রাম্যমাণ আদালত পরিচালনাসহ একের পর এক কাজ করে উপজেলার সর্বমহলে প্রশংসিত হয়েছেন।
44
Please Share This Post in Your Social Media