৩নং মাহমুদপুর ইউনিয়নে ইঞ্জিনিয়ার আবুল হোসেনের বাড়ী হইতে দরিপদ্মবিলা পর্যন্ত নতুন সড়ক

৩নং মাহমুদপুর ইউনিয়নে ইঞ্জিনিয়ার আবুল হোসেনের বাড়ী হইতে দরিপদ্মবিলা পর্যন্ত নতুন সড়ক

131217760 698736940827026 4057109515902018723 O

হাবিবুর রহমান
আই ডি নং-৯১২
গোপালগঞ্জ জেলা প্রতিনিধিঃ-
“কাশিয়ানী উপজেলার ৩নং মাহমুদপুর ইউনিয়নের গোয়ালগ্রাম ইঞ্জিনিয়ার আবুল হোসেনের বাড়ী থেকে দরিপদ্মবিলা পর্যন্ত সংযোগ সড়ক কাজের উদ্ভোদন করেন। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং মাহমুদপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি ও চেয়ারম্যান পদ প্রার্থী জনাব, মনিরুজ্জামান মনু মোল্যা ।
গোপালগঞ্জ- ০১ আসন তথা কাশিয়ানী -মুকসুদপুর উপজেলার উন্নয়নের রুপকার জননেতা জনাব,মোহাম্মদ ফারুক খান এমপি মহোদয় তার এলাকার জনগণের সুন্দর যোগাযোগ ব্যবস্থা করা লক্ষ্যে দিনরাত কাজ করে যাচ্ছেন ও তাহার অতি কাছের প্রিয় মানুষ জনাব এম এম ইঞ্জিনিয়ার আবুল হোসেনের নিরলস প্রচেষ্টার ফলে কাশিয়ানী উপজেলার ৩নং মাহমুদপুর ইউনিয়নের ০১নং ওয়ার্ডের গোয়ালগ্রামে ইঞ্জিনিয়ার আবুল হোসেনের বাড়ী হইতে দরি পদ্মবিলা পর্যন্ত ১৬ ফুট চওড়া কার্পেটিং রাস্তার কাজ উদ্ভোদন করা হয়েছে। আর এরি মধ্যে বাথানডাঙ্গা বাজার হইতে সাতাশিয়া দৃষ্টি নন্দন রাস্তার কাজ এক সাথে চলমান আছে। ৩নং মাহমুদপুর ইউনিয়নে আরও বিভিন্ন ধরনের উন্নয়ন মূলক কাজ চলমান রয়েছে।এই সকল কাজের জন্য এলাকার সকল শ্রেণির জনগণ মাননীয় এমপি মহোদয় জনাব, মোহাম্মদ ফারুক খান সাহেব ও ৩নং মাহমুদপুর ইউনিয়নের কৃতি সন্তান জনাব এম এম ইঞ্জিনিয়ার আবুল হোসেনের কাছে চির কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। জনাব,মোহাম্মদ ফারুক খান এমপি ও জনাব, এম এম ইঞ্জিনিয়ার আবুল হোসেনের চিন্তা চেতনা তৃণমূল পর্যায়ে কাজ করে গ্রামকে শহরে রুপান্তরিত করাই হচ্ছে তার মূল লক্ষ্য ও উদ্দেশ্য।

Please Share This Post in Your Social Media

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY Rayhan