নবীপুর হতে শেখ হাসিনা সেতুর রাস্তায় সংযোগ রাস্তাটির মাটির কাজ প্রথম অংশ শেষ হয়েছে

নবীপুর হতে শেখ হাসিনা সেতুর রাস্তায় সংযোগ রাস্তাটির মাটির কাজ প্রথম অংশ শেষ হয়েছে

131888184 3317320325043423 5757756617538073926 N

মোঃ ইয়ামিন ভুইয়া
আই ডি নং = 909
নরসিংদী সদর নরসিংদী।
আলহামদুলিল্লাহ,নজরুল ইসলাম হীরু(বীর প্রতীক) এম পি মহোদয়ের সহযোগিতায় বহুল প্রতীক্ষিত নবীপুর হতে শেখ হাসিনা সেতুর রাস্তায় সংযোগ রাস্তাটির মাটির কাজ প্রথম অংশ শেষ হয়েছে এবং নবী পুর হতে আলী পুর সংযোগ রাস্তাটির কাজ ও অনেকটা শেষ হয়েছে, আশা করা জাচ্ছে নিকট ভবিষ্যতে আর একটি প্রজেক্ট নিলেই বাহেরচর ,আলীপুর ,নজরপুরের ভাই ও বোনেরা এই রাস্তায় যাতায়ত করতে পারবে।আল্লাহ যদি তৌফিক দান করে তাহলে বাকী রাস্তার কাজটুকু ও শেষ হবে বলে আসসাস দিয়েছেন নজর পুর ইউনিয়ন এর চেয়ারম্যান আলহাজ্ব মোঃ বাদল সরকার।

Please Share This Post in Your Social Media

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY Rayhan