নতুন প্রজন্মের দৈনিক প্রজন্মের ভাবনার ৮ম বছরে পদার্পণ

নতুন প্রজন্মের দৈনিক প্রজন্মের ভাবনার ৮ম বছরে পদার্পণ

131041321 1582231591968692 2353590714506917220 N

মোঃ মামুন হোসেন
আইডি নংঃ ৯১৭
প্রতিনিধি ঃ যশোর সদর
দেখতে দেখতে সাতটি বছর পেরিয়ে অষ্টম বছরে পদার্পণ করলো
নতুন প্রজন্মের দৈনিক প্রজন্মের ভাবনা
প্রজন্মের ভাবনার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পজন্মের ভাবনার সম্পাদক মোহিত কুমার নাথকে ফুলেল শুভেচ্ছা জানান যশোর সদর উপজেলা আওয়ামিলীগ এর সাধারণ সম্পাদক মোঃ শাহারুল ইসলাম
দৈনিক প্রজন্মের ভাবনার বার্তা সম্পাদক বিপুল সরকার সহ অন্যান্য সদস্য বৃন্দ।
দেশ,মাটি ও মানুষের সাথে মিলে মিশে তাদের পাশে থেকে তাদের কথা তুলে ধরে দেশের সকল মানুষের কাছে।
নির্ভিক ও সত্যানুসন্ধানে অবিচল প্রজন্মের ভাবনা।
নতুন প্রজন্মকে এগিয়ে নিতে প্রজন্মের ভাবনার পথ চলা। ভবিষ্যতে প্রজন্মের ভাবনার এই পথচলাকে সূদুর প্রসার করতে সকলকে একসাথে কাজ করে যাবার আহবান জানান প্রজন্মের ভাবনার সম্পাদক মোহিত কুমার নাথ।

Please Share This Post in Your Social Media

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY Rayhan