চাঁদপুর জেলা প্রতিনিধিঃ
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ চাঁদপুর জেলার সভাপতি মোঃ মাহমুদুল হাসানের নেতৃত্বে বিজয় দিবস উপলক্ষে মুক্তিযদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি ও বিজয় র্যালী রেলী অনুষ্ঠিত হয়!
স্লোগানে স্লোগানে মুখরিত চাঁদপুর শহর জুড়ে!তোমার আমার পরিষদ ছাত্র,যুব অধিকার পরিষদ!জনতার অধিকার আমাদের অঙ্গিকার!৭১ এর হাতিয়ার গর্জে উঠো আরেকবার,৫২ এর হাতিয়ার গর্জে উঠো আরেকবার!ভিপি নুরের সালাম নিন,ছাত্র,যুব অধিকার পরিষদে যোগ দিন!
চাঁদপুর জেলা শাখার পক্ষ থেকে চাঁদপুর সরকারি কলেজ গেট থেকে চিত্রলেখা,ছায়াবাণী,হয়ে অঙ্গিকারে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে বিজয় র্যালি হাসান আলী স্কুলের মাঠ থেকে শুরু করে কালিবাড়ি,গণি স্কুল,মহিলা কলেজ,সরকারি কলেজ,তালতলা,ইলিশ চত্বর হয়ে আউটডোর স্টেডিয়াম রোডে গিয়ে শেষ হয়! বিজয় র্যালী শেষে সরকারি কলেজ গেট ও আউটডোর স্টেডিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে!
সংগঠন সভাপতি মোঃ মাহমুদুল হাসান জানান, মুক্তিযুদ্ধের বিজয় দিবস আমাদের প্রেরণা বিজয় আমাদের শক্তি। ১৯৫২ থেকে শুরু করে ২০১৮ পর্যন্ত ছাত্রসমাজের অবদান অতুলনীয়। এদেশে কোনে বিপ্লব ঘটলেই তার নেতৃত্বে ছাত্র সমাজকে রাজপথে আন্দোলন করতে দেখা যায়। এই বিজয়ের মাসে আবার একটি চাওয়া থেকে যাচ্ছে গণতন্ত্র ফিরে পাওয়া।
তাছাড়া সংগঠনের সাধারণ সম্পাদক সামিউল প্রধান জানান,এই বিজয়ের মাসে আমাদের সাহস বেড়ে গেছে। মনে শক্তি জোগান দেয় সেই ১৯৫২-১৯৬৯-১৯৭১ সালের সেই গণআন্দোলন ও ছাত্র সমাজের ভূমিকা। আমরা গণতন্ত্র ফিরে আনতে সংগ্রাম করে যাচ্ছি ইনশাআল্লাহ গণতন্ত্র ফিরিয়ে আনতে রাজপথে আন্দোলন চালিয়ে যাবো
চাঁদপুর জেলার বাংলাদেশ যুব অধিকার পরিষদের সম্মানিত সদস্য কাজী রাছেল,আকাশ মোহাম্মদ দিদার,কবির হোসেন,শেখ রুবেল,রবিন,জাহিদ,হাসান সহ আরো অনেকে শ্রদ্ধাঞ্জলি ও বিজয় র্যালীতে উপস্থিত ছিলেন!
এছাড়াও উপস্থিত ছিলেন চাঁদপুর জেলার শাখার কচুয়া,শাহরাস্তি,হাজীগঞ্জ,ফরিদগঞ্জ,হাইমচর,মতলব উত্তর,দক্ষিণ ও চাঁদপুর সদরের নেতাকর্মীবৃন্দসহ
চাঁদপুর জেলা শাখার সহ-সভাপতি মোঃ রাসেল,আক্তারুজ্জামান দিপু,সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, দপ্তর সম্পাদক মাহবুব আদনান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মানিক মিয়া,!