চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নির্বাচন
- Update Time :
সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০
-
৪৪
Time View
ID No- 918
Chattogram Reporter
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নির্বাচন ঃ
আজ সোমবার (১৪ ডিসেম্বর) নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর এ কথা জানান।
তিনি বলেন, নির্বাচন হবে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। প্রত্যেকটি কেন্দ্রে ইভিএমের মাধ্যমে নির্বাচন হবে। মেয়র প্রার্থী ছাড়া অন্য প্রার্থীদের নতুন করে মনোনয়ন নেওয়ার কোনো সুযোগ নেই। শুধু সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ও ৩৭ এবং ৪০ নম্বর ওয়ার্ডের প্রার্থীর মৃত্যুজনিত কারণে নির্দিষ্ট সময়ের মধ্যে (নতুন প্রার্থীদের) মনোনয়নপত্র দাখিল করা যাবে।
তিনি জানান, যারা প্রার্থী আছেন, তারা বহাল থাকবেন তাদের আর নতুন করে মনোনয়ন জমা দিতে হবে না। সব ভোটগ্রহণ একই দিন ২৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
Please Share This Post in Your Social Media