রাজধানীর চকবাজারে একটি রিসাইকেল প্লাস্টিক কারখানায় আগুন

রাজধানীর চকবাজারে একটি রিসাইকেল প্লাস্টিক কারখানায় আগুন

130599407 708948136719155 4754028376078169498 N

নামঃ মঈনুদ্দিন
উত্তরা প্রতিনিধি।ঢাকা।
আজ রাত আনুমানিক ৩টা২০ মিনিটে রাজধানীর চকবাজারে একটি রিসাইকেল প্লাস্টিক কারখানায় আগুন লাগে। এখানে আনুমানিকভাবে অনুমান করা যায় যে অন্তত ৫০ টি কারখানা আগুনে ঝলসে গেছে । স্থানীয় লোকজন উক্ত আগুন নেভানোর জন্য চেষ্টা করে পরবর্তীতে তারা অবশ্য ফায়ার সার্ভিসের লোকদের জানাতে সক্ষম হন। এখন পর্যন্ত ১০টি টিম আগুন নিভানোর কাজে অংশ গ্রহন করেন।তবে এখনও আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হননি। তবে কারো হতাহতের বিষয়ে জানা যায়নি।

Please Share This Post in Your Social Media

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY Rayhan