চম্পকনগর পশ্চিমপাড়া জামে মসজিদের সাবেক খতিব আর নেই
- Update Time :
মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০২০
-
২৪
Time View
মোঃ ইয়ামিন ভুইয়া
আই ডি নং=909
নরসিংদী, সদর, নরসিংদী।
অত্যান্ত দু:খ ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি, আমাদের চম্পকনগর পশ্চিমপাড়া জামে মসজিদের সাবেক খতিব,আমাদের পরম শ্রদ্ধেয় ওস্তাদ,
হযরত মাওলানা ক্বারী মূতিউর রহমান (মূতি ক্বারী হুজুর) আজ আসরের নামাজের পর স্ট্রোক জনিত কারণে মেয়ের বাড়ী নরসিংদীর হাজীপুরে বেড়াতে গিয়ে ইন্তেকাল করেন-
“ইন্না লিল্লাহে ওয়া ইন্না লিল্লাহে রাজেউন “
মসজিদের খতিব হিসেবে তিনি তার জীবনের দীর্ঘদিন কাটিয়েছেন চম্পকনগর গ্রামে।
বর্তমানে তিনি নবীপুরে একটি মসজিদের খতিবের দায়িত্বে প্রবর্তিত ছিলেন ।
তাছাড়া সুদীর্ঘকাল নজরপুর ইউনিয়ন বটতলা দাখিল মাদ্রাসায় সুনামের সহিত শিক্ষকতা করে আসছেন, বর্তমানেও বটতলা মাদ্রাসার শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
১৯৯০-৯১ সালে নরসিংদী জেলা ইমাম পরিষদ হুজুরকে নরসিংদী সদরের শ্রেষ্ঠ ক্বারী হিসেবে ঘোষণা করে সম্মাননা সনদ প্রদান করেছিলেন।
হুজুরের দেশের বাড়ী- নবীনগর, বি-বাড়ীয়া ।
আমরা ওনার নিকট মক্তবে আরবি শিক্ষা লাভ করেছিলাম তাই ওনার প্রতি আমি ব্যক্তিগতভাবে কৃতজ্ঞ ।
হুজুরের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি ।
আল্লাহ যেনো জান্নাতের সর্বোচ্চ স্থানে অধিষ্ঠিত করেন- আমিন
Please Share This Post in Your Social Media