লৌহজংয়ে সাংসদ এমিলির রোগমুক্তি কামনায় ১৬৭টি মসজিদে দোয়া

লৌহজংয়ে সাংসদ এমিলির রোগমুক্তি কামনায় ১৬৭টি মসজিদে দোয়া

128722289 2894346264223498 6564019178719150648 N

ফৌজি হাসান খাঁন রিকু,
আইডি নং-৭৫৩
লৌহজং(মুন্সীগঞ্জ)প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টঙ্গীবাড়ি) আসনের এমপি ও সাবেক হুইপ অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলির রোগমুক্তি কামনায় লৌহজং উপজেলার ১৬৭টি মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার বাদ জুম্মা উপজেলার প্রায় সবকয়টি মসজিদ ও মাদ্রাসায় এ দোয়া ও মিলাদের আয়োজন করেন উপজেলার ইউনিয়ন পর্যায়ের আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মিরা ।
লৌহজং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ শিকদার জানান, গত মঙ্গলবার মুন্সীগঞ্জ-২ আসনের এমপি অধ্যপিকা সাগুফতা ইয়াসমিনের করোনা পজেটিভ রিপোর্ট আসে। আপার রোগমুক্তি কামনায় উপজেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। লৌহজং উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতা কর্মিরা এ দোয়ার আয়োজন করেন।
আল্লাহ যেনো আপাকে দ্রুত সুস্থতা দান করে। এসময় তিনি সকলের কাছে এমিলি আপার দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেন।

Please Share This Post in Your Social Media

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY Rayhan