চকরিয়া পৌরসভা সার্ভিস এ্যাসোসিয়েশন এর বিদায়ী কমিটির দায়িত্ব হস্তান্তর ও নব নির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহন
- Update Time :
বুধবার, ২ ডিসেম্বর, ২০২০
-
৮৪
Time View
উসমান গণি
আইডি নং ৮৬২
চকরিয়া কক্সবাজার
অদ্য ০২/১২/২০২০ইং তারিখ চকরিয়া পৌরসভা সার্ভিস এ্যাসোসিয়েশন এর বিদায়ী কমিটির দায়িত্ব হস্তান্তর ও নব নির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহন ও শপথ গ্রহণ অনুষ্টানে প্রাধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন; কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ্ব জাফর আলম (বিএঅনার্স এমএ), এবং চকরিয়া পৌরসভার উন্নয়নের রূপকার সকলের জনপ্রিয় মেয়র জনাব আলমগীর চৌধুরী, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন; কক্সবাজার জেলা এ্যাসোসিয়েশ কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক আবু রাশেদ মোঃ জাহেদ উদ্দিন এবং বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক জনাব আরিফুল মোস্তফা’র পরিচালনায় সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি জনাব মোস্তাক আহমদ। প্রধান নির্বাচন কমিশনার জনাব ডা. মোঃ লোকমান ৬ষ্ট নির্বাচনে সভাপতি জনাব এএএম জহুরুল মওলা কে সভাপতি, জনাব মোঃ রাজিফ কে সাধারণ সম্পাদক, জনাব জানে আলম কে সাংগঠনিক সম্পাদক, জনাব হায়দার আলীকে অর্থ সম্পাদক, জনাব ফরিদুল আলম(বিদ্যুৎ)কে প্রচার সম্পাদক এবং আলী আকবরকে দপ্তর সম্পাদক হিসেবে বিজয়ী ঘোষনা করেন। উক্ত বিজয়ী ঘোষনার আলোকে নির্বাচন কমিনার জনাবা রায়হানা আক্তার বানু এর প্রস্তাবনায় নির্বাচন কমিশনার বাবু মৃনাল কান্তি ধর বিজয়ীদের শপথ বাক্য পাঠ করান। পরে বিদায়ী নেত্রীবৃন্দ বিজয়ীদেরকে দায়িত্ব হস্তান্তর করেন। বিজয়ী সভাপতি সাবেক মেয়র মহোদয় গনের সকল বকেয়া বেতন, বকেয়া বিদ্যুৎ বিল, বকেয়া পিএফ গ্র্যাচুয়েটি ও অন্যান্য সকল বকেয়া পরিশোধের পাশাপাশি চকরিয়া পৌরসভাকে আধুনিক মানের পৌরসভা বিনির্মানের ভূয়সী প্রসংসা করে রাষ্ট্রীয় কোষাগার হতে বেতন ভাতা ও পেনশনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের যে কোন কর্মসূচীতে সক্রীয় অংশ গ্রহন করার অঙ্গীকার ব্যক্ত করেন।
Please Share This Post in Your Social Media