মোঃ মনির হোসেন, কার্ড নং-539, ময়মনসিংহ প্রতিনিধি:– জাতীয় শ্রমিকলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মন্টু’র মৃত্যুতে ভালুকা আঞ্চলিক শ্রমিকলীগের আয়োজনে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । রবিবার (২২নভেম্বর) সকালে জাতীয় শ্রমিকলীগ ময়মনসিংহের ভালুকা উপজেলায় আঞ্চলিক শাখা কার্যালয়ে শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় । উপজেলা শ্রমিকলীগের সভাপতি নজরুল ইসলাম সরকারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিলের সঞ্চালনায় মরহুমের স্মৃতি চারন করে বক্তব্য রাখেন, জাতীয় শ্রমিকলীগ ভালুকা আঞ্চলিক শাখার (সাবেক) আহবায়ক ও “মুক্তিযোদ্ধের চেতনায়” ভালুকা প্রেসক্লাবের সভাপতি এ.বি.এম জিয়া উদ্দিন বাসার, শ্রমিকলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এনামুল হক কবির, ওলামালীগের সভাপতি মাওঃ মাহফুজুর রহমান, দলিল লেখক সমিতির সভাপতি নূরে আলম সিদ্দিকী স্বপনসহ আরও অনেকে ।
এ সময় উপস্থিত ছিলেন শ্রমিকলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সফিক, সদস্য রাসেল, রোমান, ওয়াসিম, পৌর শ্রমিকলীগ সভাপতি ইমরুল কাইয়া, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, হবিরবাড়ী ইউনিয়ন শ্রমিকলীগ সভাপতি আতিকুল ইসলাম খান, ভরাডোবা ইউনিয়ন শ্রকিলীগ সাধারণ সম্পাদক জসিম উদ্দিনসহ উপজেলা ও ইউনিয়ন শ্রমিকলীগের নেতৃবৃন্দ । স্মৃতি চারন শেষে মরহুমের আত্তার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করে তবারক বিতরণ করা হয় ।