যশোরে এস এন ডক্টরস চেম্বারের শুভ উদ্বোধন

যশোরে এস এন ডক্টরস চেম্বারের শুভ উদ্বোধন

125376113 4349564385113724 3273915610427266447 N

এস. এম. শফিক, যশোর (৭১৮) প্রতিনিধি: মঙ্গলবার বেলা ১২ টায় এক জমকালো আয়োজনের মাধ্যমে উন্নত সেবার লক্ষ্যেকে সামনে রেখে যশোর জেল রোড বিএড কলেজের দক্ষিণ পার্শ্বে এস এন ডক্টরস চেম্বার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মোকছেদুল বারী অপু, কমিশনার ৩নং ওয়ার্ড, যশোর পৌরসভা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব ডাঃ প্রকাশ চন্দ্র মজুমদার,প্রাক্তন সহযোগী অধ্যাপক, যশোর মেডিকেল কলেজ‌, জনাব ডাঃ ক্যামেলিয়া কাদের, জনাব শামীম আহমেদ রনি, জনাব শেখ আফজাল হোসেন ও জনাব জাকির আহমেদ।
এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জনাব মোঃ মশিয়ার রহমান শান্ত, সভাপতি, বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ, যশোর জেলা শাখা, জনাব মোঃ কোরবান আলী সনি, সাধারণ সম্পাদক, বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ, শহীদ মশিয়ূর রহমান আইন মহাবিদ্যালয়, যশোর।
আরো উপস্থিত ছিলেন আজিজুল মৃধা, সালাউদ্দিন কবির তুষার, মনিরুজ্জামান সুইট, শামীম রেজা।
সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন ব্যবস্হাপনা পরিচালক মোঃ সালাউদ্দিন আমিন।

Please Share This Post in Your Social Media

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY Rayhan