চাকরির বয়স সীমা ৩৫ দাবীতে সমাবেশ
- Update Time :
শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০
-
২৪
Time View
মো বাবলু ভূইয়া
কার্ড নং – 894
আজ শুক্রবার 13 নভেম্বর 2020 শাহবাগ জাতীয় জাদুঘর সামনে বাংলাদেশ সাধারণ ছাত্রকল্যাণ পরিষদ চাকরির বয়স সীমা 35 এর দাবীতে এক সমাবেশ আয়োজন করে। বক্তারা এই সমাবেশে সরকার প্রধান কে তাদের দাবী মেনে নেবার আহ্বান জানান।
তাদের দাবীসমূহের মধ্যে আজ চারটি দাবি জানিয়েছেন প্রথমত চাকরির বয়স বৃদ্ধি করে 35 করতে হবে, দ্বিতীয়ত চাকরির আবেদন ফি 50/100 টাকার মধ্যে করতে হবে, তৃতীয়ত জেলা পর্যায়ে চাকরির পরীক্ষা নেয়া, চতুর্থত চাকরির পরীক্ষার তিন থেকে ছয় মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করা।
Please Share This Post in Your Social Media