গোবিন্দগঞ্জে পুজামন্ড পরিদর্শনে উপজেলা পরিষদের চেয়ারম্যান।

গোবিন্দগঞ্জে পুজামন্ড পরিদর্শনে উপজেলা পরিষদের চেয়ারম্যান।

122602512 2784088408500653 6658677863721296724 N

জেলা প্রতিনিধি গাইবান্ধা i d no…. 904
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জননেতা আব্দুল লতিফ প্রধান ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক অনুদান প্রদান করেন উপজেলার প্রতিটি পুজামন্ডবে। এ সময় উপস্থিত ছিলেন সামপারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য তোফাজ্জল হোসেন সর্দার,উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক কাটাবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জোবায়ের হাসান শফিক মাহমুদ গোলাপ,উপজেলা আওয়ামী লীগের সদস্য রঞ্জু,,উপজেলা যুবলীগের সভাপতি তাহেদুল ইসলাম রকেট, সামপারা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামিম রেজা মন্টু,আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ এলিন,এমপি মহোদয়ের পিএ খায়রুল আলম,সাপমারা ইউপি সদস্য আক্কাস আলী, ইউপি সদস্য শাহআলম,কৃষক লীগের যুগ্ম আহবায়ক আজিবর, শাখাহার ইউনিয়ন কৃষক লীগের আহবায়ক আহসান হাবিব, যুগ্ম আহবায়ক আলমগীর কবির, ছাত্রলীগ নেতা আমিনুল ইসলাম শুভ ও ছাত্রলীগ নেতা মানিক সহ নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY Rayhan