মহা অষ্টমীতে পূজামন্ডব পরিদর্শন করেন উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান মারুফ

মহা অষ্টমীতে পূজামন্ডব পরিদর্শন করেন উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান মারুফ

122486808 689789421955720 4654963345734343036 O

রিপোর্টার,ডিপঃ কৃষিবিদ আতিক আই ডি নং ৭৩১
দেলদুয়ার প্রতিনিধি।
মহা অষ্টমীতে পূজামন্ডব পরিদর্শন করেন উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান মারুফ।
আজ দেলদুয়ার উপজেলা প্রতিটি গ্রাম গঞ্জে বিভিন্ন পূজামন্ডব পরিদর্শন করেন এবং হিন্দু সম্প্রদায়ের নেএিবৃন্দ সহ সকল জনসাধারণের সাথে শুভেচ্ছা বিনিময় করে এবং সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা করেন।
সারা দেলদুয়ার উপজেলার প্রতিটি ইউনিয়ন বিশেষ করে দেউলী, এলাসিন,আটিয়া কামারপাড়া,সিংহরাগী আবাদপুর ফাজিলহাটি,কুমারজানী দেলুয়াকান্দি, লাউহাটি পাথরাইল,দেলদুয়ার সহ প্রত্যান্ত এলাকায় প্রতিটি পূজামন্ডব পরিদর্শন করেন দেলদুয়ার উপজেলা পরিষদের সম্মানিত উপজেলা চেয়ারম্যান জননেতা জনাব ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান মারুফ।
উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক টাংগাইল জেলা আওয়ামীলীগ।
সাবেক সফল সহ-সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ।

Please Share This Post in Your Social Media

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY Rayhan