নাগরপুরে ইসলামিক চিন্তাবিদ আইয়ুব আলীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফ্রি ব্লাড গ্রুপিং ও খাবার বিতরণ

নাগরপুরে ইসলামিক চিন্তাবিদ আইয়ুব আলীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফ্রি ব্লাড গ্রুপিং ও খাবার বিতরণ

122081492 2789695834582718 7253540147473265848 O

এমএএম,আইডি নং-৮১৩
নাগরপুর(টাংগাইল)প্রতিনিধি: বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও হোমিও প্রেমিক মরহুম আইয়ূব আলীর দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মুকতাদির হোমিও চিকিৎসা কেন্দ্রের উদ্যোগে সকল মানুষের মাঝে ফ্রি ব্লাড গ্রুপিং নির্নয় ও অসহায়দের মাঝে খাবার বিতরণের কর্মসূচীর অংশ হিসাবে আজ বুধবার, ২১ অক্টোবর ২০২০ খ্রি.সকাল ১০.০০ ঘটিকায় আইয়ূব আলী সুপার মার্কেট, নাগরপুরে এই কর্মসৃচী পালিত হচ্ছে এবং চলবে বিকাল ৫.০০ টা পর্যন্ত।
প্রথম পর্বে প্রতিষ্ঠাতা ম্যানেজিং ডিরেক্টর প্রভাষক ডা.এম.এ.মান্নান এর পরিচালনায় উপস্হিত ছিলেন-মেডিকেল অফিসার(হোমিও) প্রভাষক ডা.মো.আজিজুর রহমান, ডা.শাহ আলম শাহীন, ম্যানেজার(সার্বিক)মাসুম বিল্লাহ, ডা.কাউছার খান, মেডিকেল সহকারি মো.মকবুল হোসাইন প্রমুখ।
দ্বিতীয় পর্বে আজকের এই অনুষ্ঠানে আলহাজ্ব অধ্যাপক এম.এ.সালামের সভাপতিত্বে ও ডা.এম.মান্নানের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্হিতি ছিলেন সরকারি যদুনাথ মডেল স্কুল এন্ড কলেজ এর সাবেক প্রধান শিক্ষক জনাব মো.আহসান উদ্দীন মিয়া,বিশেষ অতিথি হিসাবে উপস্হিতি ছিলেন, কবি নজরুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মো.মাহফুজুর রহমান,নাগরপুর মহিলা কলেজ এর প্রভাষক মোহাম্মাদ বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ, নব নির্বাচিত নাগরপুর উপজেলা সাধারন সম্পাদক ডা.মো.মন্জুরুল ইসলাম
উল্লেখ গত কাল থেকে আজ পর্যন্ত ১০০ জন অসহায়দের মাঝে খাবার বিতরণ সহ ২৫০ জন মানুষের মাঝে ব্লাড গ্রুপিং করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY Rayhan